
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর নগরের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে ৮ দল সমাবেশ করতে যাচ্ছে। উক্ত সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের শ্রমিক জনতা সফল করতে দৃঢ় প্রতিজ্ঞা।।
তিনি আজ বিকাল ৩.৩০ টায় ফেডারেশনের জামাল খানস্থ নগর কার্যালয়ে মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমেদ ভূঁইয়া,সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
এস এম লুৎফুর রহমান বলেন, ৮ দলের ৫ দফা দাবি সুস্পষ্ট। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এসব দাবি সর্বপ্রথম পূরণ করতে হবে। সারাদেশে শ্রমিক জনতা এ সকল দাবির পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশে শ্রমিক জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে দাবির যৌক্তিকতা প্রমাণিত হচ্ছে। ইনশাআল্লাহ চট্টগ্রামের সমাবেশে লাখো শ্রমিক জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারের কাছে দাবির স্বপক্ষে সুস্পষ্ট বার্তা পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, আদশের উপর গণভোট, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড, নিরপক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এই দাবিগুলো দেশের প্রতিটি নাগরিকের। এগুলো কোন রাজনৈতিক দলের একক এজেন্ডা নয়। যারা মনে করছেন এ সকল দাবি নির্বাচনের পরে পূরণ করবেন তাদের অতীত ইতিহাস সুখকর নয়। সুতরাং দেশবাসী আর প্রতারিত হতে চায় না। এ সকল দাবি পূরণ করেই আগামী নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।