রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শহিদুল্লাহ হল ভোট কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সাথে আইডি কার্ড ছাড়া কয়েকজন কেন্দ্রে প্রবেশ করে। ভোট কেন্দ্রে প্রবেশের সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী নুরূদ্দীন আবির ও জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের সাথে আইডি কার্ড ছাড়া আরও কয়েক লোকজন প্রবেশ করে । কেন্দ্রের মধ্যে প্রবেশের সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকে। প্রতিবাদের মুখে ভিপি প্রার্থী নুরুদ্দীন আবির নেতাকর্মীদের নিয়ে বের হয়ে যান।
রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে নারী ভোটার ৩৯.১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ।