কক্স২৪নিউজ ডেস্ক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর আয়োজিত এ ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫ ভোটকেন্দ্র এবং ৬১ ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে চাকসুর ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী।
এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪ পদে লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। তারা পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা বৃত্ত পূরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে একাধিক বৃত্ত পূরণ করলে সংশ্লিষ্ট ভোট বাতিল হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, এবারের নির্বাচন ওএমআর ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সব ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড এবং একটি গোপন কোড, যা মেশিনে শনাক্ত হবে।
চাকসু নির্বাচনে ১৩ প্যানেলে অংশগ্রহণ করছেন প্রার্থীরা। এর মধ্যে অন্যতম হলো ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাম সংগঠনগুলোর দুই প্যানেল দ্রোহ পর্ষদ ও বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মসলিজ সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী জোট এবং সুফিপন্থি শিক্ষার্থীদের প্যানেল অহিংস শিক্ষার্থী ঐক্য।