কক্স২৪নিউজ ডেস্ক।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ঘোষিত ৫-দফা দাবির পক্ষে আজ রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবারক হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা আজ সারা দেশের মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিগুলো কোনো দলের স্বার্থে নয়, কোনো গোষ্ঠীর নয় বরং এগুলো এ দেশের গণমানুষের ন্যায্য দাবি।
আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যেখানে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে উভয় কক্ষে পিআর বা অনুপাতভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এতে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং জনগণের মতামত সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের মাধ্যমে গণভোটের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে- এটাই সময়ের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারের আকাঙ্ক্ষা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদপুর অঞ্চল এই মানববন্ধনের আয়োজন করে। বিশাল এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের পরিচালক মো. শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও শেরেবাংলা নগর উত্তর থানা আমির মো. আব্দুল আওয়াল আজম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উত্তর থানা আমির মো. আব্দুল হান্নান, আদাবর থানা আমির মো. আল-আমিন সবুজ, মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান, মোহাম্মদপুর পূর্ব থানা আমির মো. মশিউর রহমান, মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মো. শাখাওয়াত হোসাইন, মোহাম্মদপুর মধ্য থানা আমির মো. মশিউর রহমান, জোন টিম সদস্য অ্যাডভোকেট আজহার মুন্সি, মাহাদি হাসানসহ বিভিন্ন থানার সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।