চকরিয়া প্রতিনিধি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার উপদেষ্টা ও চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হোছাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শরিফুল আমিন, কাকারা ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলী।
সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল।
ইউনিয়ন সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীনের পরিচালনায় সমাবেশে সহশ্রাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন—
“শ্রমিকেরা জাতির প্রাণশক্তি। শ্রমিকের ঘামেই অর্থনীতি সচল থাকে, দেশের উন্নয়নের চাকা ঘুরে। তাই শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন। শ্রমিকের হাসি-খুশিই হবে প্রকৃত সমৃদ্ধির প্রতিচ্ছবি।”