কক্স২৪ নিউজ ডেস্ক।
০১ অক্টোবর ২০২৫ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি কক্সবাজার ২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আব্দুর রহমানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামশুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, উপজেলা দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ডাক্তার ওসমান সরওয়ার, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আলিম উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।