কক্স২৪ নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, “সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনের সমন্বয়কারীদের আটক করে তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয়। এর মাধ্যমে তাদের আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয়।”
আদালতে রাজসাক্ষী হিসেবে এই তথ্য দিয়ে মামুন জানান, সময়ের প্রেক্ষাপটে এসব কর্মকাণ্ড ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত এবং সুপরিকল্পিত।
এ বিষয়ে বিস্তারিত শুনানি চলছে এবং ট্রাইব্যুনাল সাক্ষ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আদালত।