কক্স২৪ নিউজ ডেস্ক।
প্রধান উপদেষ্টার কাছে ৭ দফা দাবি বাস্তবায়নের স্মারকলিপি প্রদানের পর রাজধানীর কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করার তথ্য পেয়েছে আমার দেশ।
বুধবার দুপুরে আন্দোলনকারীরা আইডিইবি ভবন থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে মগবাজারে গেলে পুলিশি বাধায় পড়ে। এরপর ১০ সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়।
এদিকে আন্দোলনকারী অন্যরা কাকরাইল মোড় অবরোধ করে রাখে। ফলে পুলিশ লাঠিচার্জ ও আটক করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সড়ক ফাঁকা করে।
সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।