কক্স২৪ নিউজ ডেস্ক।
সারাদেশে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযাী, ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোররা বিনামূল্যে পাবে টাইফয়েডের টিকা।
এক ডোজের ইনজেকটেবল এ টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত বহনকারীকে সুরক্ষা প্রদান করবে। আর গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে আনা হয়েছে এই টিকা। শিশু-কিশোরদের এ টিকা পাওয়ার জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক।
এদিকে নতুন খবর হচ্ছে, অভিভাবকরা এখন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়েই শিশু-কিশোরদের টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড প্রদর্শন করতে হবে।
টিকা নিবন্ধনের ধাপগুলো:
প্রথম ধাপ:
দ্বিতীয় ধাপ:
প্রসঙ্গত, টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে মোট ১৮ দিন। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্পের মাধ্যমে দেয়া হবে। স্কুলে টিকা না দেয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।