শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট হলেন কক্সবাজার জেলার কৃতি সন্তান সাংবাদিক কামাল হোসেন আজাদ।
তিনি প্রাচীণতম পত্রিকা দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রায় ৪০ বছর ধরে কক্সবাজার জেলা সংবাদাতা হিসেবে সকলের কাছে সু-পরিচিত লাভ করেন।
এদিকে সকল সাংবাদিকদের কাছে মন জয় করাতে ২০০৩সালের দিকে কক্সবাজার প্রেসক্লাবের টানা দুইবারের নির্বাচিত সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে ছিলেন।
বর্তোমানে শেষ বয়সে এসে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
পুরো কক্সবাজার জেলাবাসীর কাছে তিনি দোয়া ও সালাম জানিয়েছেন।