স্টাফ রিপোর্টার।
দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী নয় মৌলিক সংস্কারের উপর অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা আর ৭-৮ মাস আছি। এ সময়ের মধ্যে মৌলিক সংস্কারে যে কয়টা ধরেছি, চেষ্টা করবো সে কয়টা বাস্তবায়নের। প্রধান উপদেষ্টা এবং আমি এ ব্যাপারে খুবই সিরিয়াস।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এ অ্যান্ড এ সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেমান কোলিবেলি প্রমুখ বক্তব্য রাখেন। বিশ্বব্যাংক ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) যৌথভাবে সামিটের আয়োজন করে।
অর্থ উপদেষ্টা বলেন, অনেকে মনে করে থাকে আইএমএফ, বিশ্বব্যাংকসহ দাতাগোষ্ঠীর চাপে সংস্কার করছে, বিষয়টি মোটেও তা নয়। নিজেদের প্রয়োজনেই আমাদের সংস্কার প্রয়োজন। আমরা সে সংস্কারে কাজ করছি। তবে অনেক বাধা বিপত্তি আসছে, অনেক রকম ব্যাপার-স্যাপার আছে, যা আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না।