কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের বৈঠক শেষ হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে বৈঠক শুরু করেন দলগুলোর শীর্ষ স্থানীয় নেতারা।
বৈঠকে ইসলামি আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন সমঝোতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জোটের নেতারা।
বৈঠকে সব দল নিজেদের মতো করে আসন চেয়েছেন। জনপ্রিয়তা ও দলীয় অবস্থান বিবেচনায় কাল আনুষ্ঠানিকভাবে আসন নিশ্চিত করার কথা জানান দলগুলোর নেতারা।
৩২ আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো বাকি ৯ দলের জন্য রাখার কথা জানান জামায়াতের দায়িত্বশীল এক শীর্ষ নেতা। এর আগে গতকাল ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে কোনও প্রার্থী না দেয়ার ঘোষণা দেন ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত