কক্স২৪নিউজ ডেস্ক।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আফনান আরা (১২)। সে স্থানীয় ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। আজ সকালে ওপার থেকে ছোড়া একটি গুলি সীমান্ত পেরিয়ে তেচ্ছিব্রিজ এলাকায় এসে পড়ে এবং আফনানের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে তেচ্ছিব্রিজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করছেন এবং যান চলাচল বন্ধ রয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে শিশুটির মৃত্যু হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
উল্লেখ্য, গত দুই-তিন দিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যা সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত