আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে গণমাধ্যমকে দলের এ অবস্থানের কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির মুখপাত্র বলেন, আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, প্রেফারেন্স এবং বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা দেখতে চাই না।
তিনি বলেন, রাস্তায় বের হলে এখনো মানুষ জিজ্ঞেস করে, নির্বাচন হবে কি-না? আমি মনে করি, এটা সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা এখনো মানুষকে আত্মবিশ্বাস যোগাতে পারেননি। যখন এই বিষয় নিয়ে মানুষের মধ্যে শঙ্কা থাকে, তখন ভোটাধিকার নিয়ে আগ্রহ পান না।
তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। যেহেতু তফসিল ঘোষণার পরের দিনই একজন চিহ্নিত আসামির হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত