মোহাম্মদ রাশেদ ক্রীড়া প্রতিবেদক।
ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে গত বছর থেকেই। নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সফর বাতিল করে ভারত। সর্বশেষ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সেটি চূড়ান্ত রূপ নিয়েছে।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তবে এবার নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) আগামী টি-টেয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে করণীয় নির্ধারণ করতে বোর্ড সভায় বসেছিল বিসিবির ১৭ পরিচালক। সেই সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এক ইমেইলে ‘নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাবে না বাংলাদেশ’ এ কথা জানিয়েছে বিসিবি।
এক আগে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ‘যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।
সূচী অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত