কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এদিন সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।
ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, সারাদেশ থেকে আগত সদস্যদের সরাসরি ও গোপন ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত