কক্স২৪নিউজ ডেস্ক।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকাল ৭টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের উদ্যোগে পটিয়ার রাজপথে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী *‘বিজয় সাইকেল ম্যারাথন উইথ শিবির’*। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মইজ্জেরটেক এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয় এবং পরে একই পথে পুনরায় যাত্রা শেষ হয়।
এই সাইকেল ম্যারাথনে পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার তিন শতাধিক শিবির জনশক্তি সাইকেল সহকারে অংশগ্রহণ করেন। বিজয়ের সকালকে ঘিরে রাজপথজুড়ে দেখা যায় শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি, জাতীয় পতাকা ও আকর্ষণীয় টি-শার্টে সজ্জিত অংশগ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণ।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুর রহিম এবং জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন। তারা বলেন, এই আয়োজন সুস্থতা, ঐক্য ও আদর্শিক সংগ্রামের প্রতীক; অন্যায়-অবিচার ও হতাশার বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ার প্রত্যয়ে শিবিরের পথচলারই প্রকাশ।
সমাবেশে অন্যান্য জেলা নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সভাপতি মাহবুব উল্লাহ, আনোয়ারা উপজেলা সভাপতি আলী হোসেন এবং কর্ণফুলী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম মুকুল, পটিয়া পশ্চিম শিবির সভাপতি জিহান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ছিল রেজিস্ট্রেশন ফ্রি সুবিধা, গিফট টি-শার্ট ও জাতীয় পতাকা। আয়োজকদের মতে, শরীর ও মনকে শাণিত করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বিজয় সাইকেল ম্যারাথনের আয়োজন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত