কক্স২৪নিউজ ডেস্ক।
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে এই বিজয় ছিনিয়ে আনে হাফেজ আনাস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে তাজিকিস্তান ও তৃতীয় হয়েছে নাইজেরিয়া।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেন।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে হাফেজ আনাস এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।
আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত