ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের পরিচালনাধীন স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাবির বটতলায় দিনব্যাপী এ আয়োজন করা হয়। এ সময় মেডিসিন, গাইনী, অর্থোপেডিক্স সহ মোট ১১ টি বিষয়ে চিকিৎসা দেওয়া হয়।
এদিন মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে। দল–মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে একটা পারস্পরিক সৌহার্দ্য থাকবে। এই মেডিকেল ক্যাম্প তারই একটি বহিঃপ্রকাশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের সমালোচনা ও প্রশংসাগুলো অব্যাহত থাকুক, যাতে আমরা এখন থেকে জবাবদিহির সংস্কৃতিতে বড় হই।
তিনি বলেন, “হলে থাকা অবস্থায় আমাদের স্বাস্থ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে, যা আসলে বোঝা যায় না। হল থেকে বের হলে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্বাস্থ্যের কী অপূরণীয় ক্ষতি করে দেয়। পরবর্তী সময়ে আমাদের চিকিৎসার ওপর থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ের বয়স ১০৪ বছর হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো ফার্মেসি নেই। জরুরি প্রয়োজনে ওষুধ আনতে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হয়।”
হাসনাত আবদুল্লাহ মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাবিধ মানসিক চাপে থাকে—শিক্ষার চাপ, আর্থিক সংকট, পারিবারিক চাপ, ব্যক্তিগত সম্পর্কের সমস্যা, রাজনৈতিক পরিবেশ—সব মিলিয়ে অনেকেই মানসিক জটিলতার মধ্য দিয়ে যায়। কিন্তু তাদের কথা কেউ শোনে না।
হাসনাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার উল্লেখ করে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের আমাদের এক তরুণ ভাই হাজারীবাগে মসজিদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। এই ঘটনাই দেখায় মানসিক স্বাস্থ্য নিয়ে আরও কাজ করা কত জরুরি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত