কক্স২৪নিউজ ডেস্ক।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন কবীর আহমেদ ভূইয়ার সমর্থকেরা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার নারায়নপুর বাইপাস এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল হাতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেয়। কয়েকজন গায়ে সাদা কাপড় জড়িয়ে মিছিলে অংশ নেয়। মিছিল শেষে বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো: বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মো: সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো: আক্তার খান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দিতে হবে। দলের মূল নেতৃত্ব ও মাঠপর্যায়ের কর্মীদের দাবি উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
নেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত