কক্স২৪নিউজ ডেস্ক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সেই বিজ্ঞপ্তিতে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য দেশের গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৭ নভেম্বর) দেশের গণমাধ্যমগুলোর জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা (সোশ্যাল হারমনি) বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত