ঢাকা মহানগর প্রতিনিধি।
আজ ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বে ডাকসুর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আলোচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
মতবিনিময় সভায় ডাকসু–প্রক্টরিয়াল বডি–পুলিশ হেডকোয়ার্টার সমন্বয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব দেওয়া হয়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় নিরাপত্তা বৃদ্ধি—এসব বিষয়েও বিস্তর আলোচনা হয়।
এ ছাড়া ক্যাম্পাসের ভেতরে নিয়ন্ত্রিত যান চলাচল নিশ্চিত করা, ভাসমান দোকানগুলোকে কাঠামোবদ্ধভাবে পরিচালনার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।
ডাকসুর পক্ষ থেকে আলোচনায় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, সর্বমিত্র চাকমা এবং উম্মে উসওয়াতুন রাফিয়া।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত