বক্তারা বলেন নাটোর-১ আসনে এমন এক নেতাকে মনোনয়ন দেয়া হোক যে নেতা বিপদে আপদে লালপুর-বাগাতিপাড়ার সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকবে।
তারা আরও জানান ডা. ইয়াসির আরশাদ রাজন দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও কারাবন্দীর শিকার হয়েছি। দলের তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ফারজানা শারমিন পুতুল কে মনোনয়ন দিয়েছেন। আমরা মনোনয়ন পুনর্বিবেচনা করে ডা. ইয়াসির আরশাদ রাজনকে দেয়ার জন্য দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত