চকরিয়া উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে চকরিয়া–পেকুয়ায় গণজাগরণ দেখতে পাচ্ছি। কোন শক্তি জনগণের এই জাগরণকে দমিয়ে রাখতে পারবে না।
তিনি আরো বলেন, বিভক্তির রাজনীতি থেকে দেশকে উদ্ধার করতে আমরা কাজ করছি।
তরুণ উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ উপহার দিবে, তরুণদের নেতৃত্বে ভবিষ্যতে দেশ পরিবর্তন হবে।
প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান আরো বলেন, একটি বড় দল জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না এবং যারা দেশকে নিয়ে দুষ্ট চিন্তা করছে তাদের স্বপ্ন সফল হবে না। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যারা নির্বাচন অনিশ্চিত করে বিলম্ব করাতে চায়, তাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা রাস্তায় নামতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় গ্রীণভেলী কমিউনিটি সেন্টারে বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম , জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ । জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম । এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইসার প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত