কক্স২৪নিউজ ডেস্ক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে না জামায়াতে ইসলামী। তবে জোট না হলেও সব ইসলাম-সমর্থক দলের ভোট এক বাক্সে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার, না হলে নির্বাচন বৈধতা পাবে না।
দুই দিনের সাংগঠনিক সফরে সিলেটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতারা কর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, জামায়াত প্রাথমিকভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে। কারও সঙ্গে জোট করবে না।
ডা. শফিকুর রহমান রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনও সম্ভাবনা নেই। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আদায় করা হবে। অন্যথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
পি আর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি উল্লেখ করে জামায়াত আমির বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে আমার বিশ্বাস। পিআর পদ্ধতির নির্বাচনে জনসমর্থন সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, গণভোট না হলে এই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে না।তনি জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না কারণ তারা নির্বাচনই চায়নি। দলটির নির্বাচন করার কোন অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত