কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি।
কুতুবদিয়ায় উপজেলা পর্যায়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে মেধাবী হাফেজ বাচাইয়ের জন্য হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বড়ঘোপ ইউনিয়ন পরিষদ মাঠে সকাল ৮:০০টা থেকে শুরু হয়ে রাত ৮:০০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি, ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআন আমাদেরকে সত্য ও মিথ্যার পার্থক্য শেখায়। মানুষের সার্বিক জীবনে কুরআনিক আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি পাওয়া যাবে। রাষ্ট্রের আইন-কানুন কুরআন দ্বারা পরিচালিত হলে মানুষ তার সুফল ভোগ করবে ও কল্যাণ রাষ্ট্রের সুফল মানবজীবনে নেমে আসবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাসুম বাচ্চারা যেমন আল্লাহর কাছে সম্মানিত হবে তেমনিভাবে তাদের মা-বাবারাও সম্মানিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দীন ছোটন, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী। হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সহ-সভাপতি হাফেজ শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা সভাপতি হাফেজ সানাউল্লাহ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত