চকরিয়া উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, উপজেলা অর্থ সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম । উপজেলা অফিস সেক্রেটারী মাষ্টার মোহাম্মদ জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠানে কাকারা ইউনিয়নের প্রবীণ দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা কামরুল হাসান।
এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ওইদিন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ওপর নির্মম আঘাত। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না—ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনের বিজয় হবেই। পল্টনের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদদের রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত