কক্স২৪নিউজ ডেস্ক।
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত পূর্বঘোষিত দারসুল কুরআন প্রোগ্রামে বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীদের যৌথ হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ রবিবার (১৯ অক্টোবর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও বিচারের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর নেয়াজপুর কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবিরের দারসুল কুরআন প্রোগ্রামে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন আলো, বিএনপির কর্মী ইমাম হোসেন রায়হান ও কামাল হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ইলিয়াস সুজন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন রেজাসহ কয়েক শত সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।
‘এতে ছাত্রশিবিরের প্রায় ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। গতকালও তারা একইভাবে কুরআন তালিমে হামলা করে। মসজিদের মতো পবিত্র স্থানে কুরআন প্রশিক্ষণের আয়োজনে এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবিধান স্বীকৃত একটি বৈধ ও আদর্শিক সংগঠন। কোনো সংগঠনের সভা-সমাবেশে হামলা করা দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের মাঝে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কাজে ভীত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রশিবিরের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সম্প্রতি বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনসমূহও নব্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নারী হেনস্তা, ধর্ষণ, চাঁদাবাজি এবং বিরোধী সংগঠনের কর্মসূচিতে হামলা এখন তাদের রুটিন কার্যক্রমে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রশিবির ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে ও বিএনপিকে যথাক্রমে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন নেতৃবৃন্দরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত