কক্স২৪ নিউজ ডেস্ক।
নিপীড়ন বিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মীর মুহাম্মদ আবু তালহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আবরার ফাহাদ ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীন এক সংগ্রামী ছাত্র। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদের জাতির বিবেককে কাঁদিয়েছে। আজও এই ঘটনার বিচার সম্পূর্ণ না হওয়া জাতির জন্য লজ্জার।”
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন মাদরাসা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা বলেন, নিপীড়নের বিরুদ্ধে কথা বলাই ছিল আবরারের ‘অপরাধ’। এই নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে, মতপ্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে। ছাত্রশিবির মনে করে, আবরার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা ও নিপীড়নের বিরুদ্ধে জনমত গড়ে তোলা আজ সময়ের দাবি।
আলোচনা সভায় আবরার ফাহাদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত