কক্স২৪ নিউজ ডেস্ক।
জাতিসংঘে প্রথমবারের মতো অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
বুধবার (১ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে ৬০ মিলিয়ন ডলার, আর যুক্তরাজ্য ঘোষণা করেছে ৩৬ মিলিয়ন ডলার অনুদান।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল শেকড় মিয়ানমারে, সমাধানও সেখানেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। আট বছর আগে গণহত্যা শুরু হলেও এখনো রোহিঙ্গাদের দুর্দশা অবসান হয়নি।
তিনি আরও বলেন, সংকট সমাধানে পর্যাপ্ত উদ্যোগের ঘাটতি রয়েছে এবং আন্তর্জাতিক তহবিলেও উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত