কক্স২৪ নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।
ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশের সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এখন আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
এক ভিডিও বিবৃতিতে স্টারমার বলেন, আজ শান্তি এবং দ্বি–রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য, আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
ঘোষণার কয়েক ঘন্টা আগে, স্টারমারের ডেপুটি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বিবিসিকে বলেন, এখন দুই–রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর সময়।
এর ফলে যুক্তরাজ্য প্রথম জি–৭ ভুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো। অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিয়েছে
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত