কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন পিআর পদ্ধতি চালু হলে কালো টাকা ছড়াছড়ির প্রভাব থাকবে না, স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না। তিনি ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং শনিবার সকাল ৮ টায় রাঙ্গামাটি জেলার এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার এক সদস্য (রুকন) সম্মেলনে বক্তব্য দিতে এসব কথা বলেন।
সংগঠনের জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মানছুরুল হকের পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্রগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ও জাফর সাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন আল আমীন ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুরুল আলম সিদ্দিকী, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে নির্বাচন হতে হলে তার পূর্বে সকল সংস্কার কার্যকর করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। সকল হত্যার বিচার করতে হবে। পিলখানা হত্যার বিচার, মতিঝিল শাপলা চত্বরের গণহত্যার বিচার, আয়নাঘরের বিচার, গুমের বিচার, চব্বিশের জুলাই-আগস্ট গনহত্যার বিচার সম্পুর্ন করে নির্বাচন দিতে হবে। যুদ্ধাপরাধের নামে রাজনৈতিক প্রতিহিংসার ও জুডিশিয়াল কিলিংয়ের নামে জামায়াতের শীর্ষ নেতাদের সকল হত্যাকান্ডের বিচার করতে হবে।
তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। যেকল নেতারা রাজনীতি করতে করতে দাড়ি চুল পাকিয়ে ফেলেছেন কিন্তু পিআর পদ্ধতি বুঝেন না তাদের উদ্দেশ্যে বলেন পিআর পদ্ধতিতে যে দেশে নির্বাচন হয় সেখানে গিয়ে আপনার প্রশিক্ষণ নিয়ে আসবেন। পিআর পদ্ধতি চালু হলে ভোট কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, কালো টাকা ছড়াছড়ির প্রভাব থাকবে না, স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না তাই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না।
তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে একদল, কিন্তু নির্বাচন হলে তারা ভোট বর্জন করে। ডাকসু আর জাকসু তার বাস্তব প্রমান। বর্তমানে দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। সেই হাওয়ায় সাধারন ছাত্ররা ইসলামী পক্ষের শক্তিকেই বাছাই করেছে। এ ধারাবাহিকতায় সারাদেশের সকল পর্যায়ের নির্বাচনে দেশের জনগন এবার ইসলামী শক্তিকেই বেছে নিবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এজন্যে আমাদের সকলকে পরিকল্পিতভাবে এবং সামাজিক কাজের মাধ্যমে সমাজের সকল মানুষের নিকট আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে দাড়িপাল্লার দাওয়াত পৌছে দিতে হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত