উখিয়া উপজেলা প্রতিনিধি।
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন,
জনগণের অধিকার ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে ইসলামপন্থী নেতৃত্বকে বিজয়ী করার জন্য তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। ন্যায়ভিত্তিক শাসন ও শাসকের অভাবে সমাজে দুর্নীতি ও অনিয়মের বিস্তার ঘটছে। এহেন পরিস্থিতি পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত শাসক ও সমাজ ব্যবস্থা। জামায়াতে ইসলামী সেই কাঙ্খিত সমাজ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে।
৮ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদির সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলদিয়াপালং ইউনিয়নের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম জাবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য উখিয়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল , জেলা মজলিসে শূরা সদস্য উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ , উপজেলা কর্মপরিষদ সদস্য হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবুল হোসাইন, উপজেলা কর্মপরিষদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার ছলিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ সিকদার,কক্সবাজার আইনজীবী শাখার দায়িত্বশীল আইনজীবী মিজানুল হক চৌধুরী।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত