কক্স২৪ নিউজ ডেস্ক।
গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জুলাই ঐক্যের সহযোগী ১০১টি সংগঠন। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এ ধরনের বর্বরতা বন্ধ না হলে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতৃত্বে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মিছিলে নির্বিচার হামলা চালায়। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
যৌথ বিবৃতিতে ১০১টি সংগঠন বলেছে, ‘গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বাহিনী সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। আজ সেই অপূর্ণ সংস্কারেরই নির্মম ফলাফল দেশের জনগণ ভোগ করছে। জুলাই যোদ্ধাদের ওপর নির্বিচার রক্তাক্ত হামলা চালানো মানে জুলাই স্পিরিটকে অস্বীকার করা। যারা জুলাই স্পিরিটের সঙ্গে বেইমানি করবে, তাদের পরিণতি খুনি হাসিনার মতোই হবে।’
এতে বলা হয়, ‘নতুন বাংলাদেশ গড়ার এই সন্ধিক্ষণে জনগণ রাজনৈতিক সহনশীলতা, শান্তিপূর্ণ প্রতিবাদ ও গণতান্ত্রিক সংস্কৃতির অনুশীলন আশা করেছিল। অথচ সেনা ও পুলিশ সদস্যদের অমানবিক মব-হামলা জাতিকে ফ্যাসিবাদের কালো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে এভাবে বেইমানি করা জাতির প্রতি অপরাধ। গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর হামলা মানে জনগণের ওপর হামলা।’
সংগঠনগুলো অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে দেওয়া হবে না। সামরিক বাহিনীকে যদি রাজনৈতিক মব হিসেবে ব্যবহার করা হয়, তবে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। রাষ্ট্রযন্ত্রের নামে সামরিক মবের এই সংস্কৃতি বন্ধ করতে হবে এখনই।’
বিবৃতিতে জাতীয় পার্টির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, ‘আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দল জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণবিরোধী অবস্থান নিয়েছে। আজ তাদের কার্যালয়ের সামনে প্রতিবাদ করতে গিয়ে নুরসহ নেতাকর্মীদের রক্তাক্ত হতে হয়েছে। আমরা অবিলম্বে জাতীয় পার্টিকে রাজনৈতিক বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’
১০১টি সংগঠনের নেতারা বিবৃতিতে বলেন, ‘যদি আবারও শান্তিপূর্ণ প্রতিবাদে সামরিক মব নামানো হয়, আমরা সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দেব না।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত