কক্স২৪ নিউজ ডেস্ক।
আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘মায়ের ডাক’–এর আয়োজনে বিগত ১৫ বছরে গুম নিয়ে ১০ দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে এনসিপির আপত্তি নেই। তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে।
এনসিপির এই নেতা বলেন, ৫ আগষ্ট পরবর্তী ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতানৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গুমের বিষয়টি সুনির্দিষ্ট, এর তদন্ত করতে হবে, প্রধান উপদেষ্টা বিষয়টি এড়িয়ে গেলে দায় তাকেই নিতে হবে।
ব্যক্তিগত চরিত্র হনন গণতন্ত্রের শত্রু উল্লেখ করে তিনি বলেন, মতপার্থক্যের কারণে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা কাম্য নয়।
এ সময় গুমের সমালোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব তাসনিম জারা, স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনসহ ৩ টি দাবি তুলে ধরেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত