কক্স২৪ নিউজ ডেস্ক।
আজ শনিবার সকাল বেলা সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের ফেইসবুক ভেরিফাই পেইজে স্টাটাসে বলেন আমি আমেরিকা নাকি কাদের দালাল সেটা আমি যেদিন মারা যাব তার পরদিন মন্তব্য করার অনুরোধ রইল। তিনি আলেম সমাজকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস তাঁর স্টাটাসে বলেন।
সম্মনীত আলেম সমাজ,
আপনাদেরকে অনেক উপরে দেখতে চাই, আপনারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে আমার চেয়ে খুশি আর কোন সাংবাদিক হবে না৷ আপনাদের লক্ষ্যের সাথে আমি পুরো একমত কিন্তু কৌশলটা ভিন্ন৷ ঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এই দেশের ভাগ্যে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে৷ আমি আমেরিকা নাকি কাদের দালাল সেটা আমি সেদিন মারা যাব তার পরদিন মন্তব্য করার অনুরোধ থাকলো৷ আপাতত আসল শ'ত্রু চিনতে শিখুন৷ ১৫ বছর আলেমদেরকে যারা জ'ঙ্গি বানিয়েছে সেই প্রথম আলোর সাংবাদিকেরা এখনও অফিস করছে! সন্তোষের কিছুই হয়নি৷ স'ন্ত্রাস দ'মন আইন এখনও বাতিল হয়নি৷ জে'লখানায় এখনও আপনাদের অনেকেই ব'ন্দি! আপনারা কিছুই করতে পারেননি৷ পারবেনও না, গ্যারান্টি দিলাম!
আমার মধ্যস্থতায় অন্তত ১শ আলেমের জা'মিন হয়েছে৷ আমাকে আমেরিকার দা'লাল বানিয়েছেন! আর যাদেরকে নিয়ে বায়তুল মোকাররমের গেইটে মিছিল করেছেন তাদের মধ্যে অনেকে ডিজিএফআইয়ের সাথে বৈঠক করেছে৷ কালেমাখচিত কালো পতাকা বানিয়ে আপনাদের হাতে ধরিয়ে দেয়া হয়েছে, যেই পতাকা একটি দেশের গোয়েন্দা সংস্থার বানানো কথিত ইসলামি দলের পতাকা হিসেবে ব্যবহার করা হয়! কালেমা লেখা পতাকার কারনে জীবন দিতে হলে দিবো কিন্তু কালকের পতাকাগুলো যিনি আপনাদের হাতে তুলে দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করুন তিনি এই পতাকা কোথায় পেলেন? ওয়াকারের ডিএমআইয়ের সাথে হেফাজতের কে কে বৈঠক করেছে খোঁজ নিন৷ ব্যক্তিগত আ'ক্রমণ করবো না তাই নাম ধরে কিছু বললাম না৷
১ বছর হয়ে গেলো আলেমদের মুক্তির জন্যে একটা সমাবেশ করতে পারলেন না কিন্তু আমেরিকার বিরুদ্ধে যু'দ্ধ শুরু করে দিলেন? আমেরকিকাকে ধাক্কা দিয়ে ভারতের সাথে মিলিয়ে দেয়ার পরিনাম কি সেটা অচিরেই বুঝতে পারবেন কিন্তু সেদিন হয়তো কিছুই করার থাকবে না৷
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত