সিলেট মহানগর প্রতিনিধি।
আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, সিলেটবাসী আপনারা ৩ আগস্টের এনসিপির মহাসমাবেশে যোগদান করবেন, সেই সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল সবসময় অগ্রগামী। জুলাই আন্দোলনেও সিলেটবাসী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তিনি বলেন, সিলেটিরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকেও জয় করেছে, লন্ডনে যারা গায়ের ঘাম ঝড়িয়ে রেমিট্যান্স পাঠান, সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তেল গ্যাসে সমৃদ্ধ এই সিলেট সম্পদে ভরপুর। এনসিপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্পকারখানা গড়ে তোলা হবে।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় ও সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দীন শাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, অর্পিতা শ্যামা দেব, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্ট্রার নুরুল হুদা জুনেদ, সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত