চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য শপথবদ্ধ জনশক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শপথের কর্মীরা নিজেদের জীবন ও মালকে আল্লাহর রাহে উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকে।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বাছাইকৃত কর্মী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোষাধক্ষ্য মোঃ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম ও পাঠাগার সম্পাদক ইন্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
নজরুল ইসলাম বলেন, পবিত্র কুরআনুল কারিমে এরশাদ হয়েছে, মুমিনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুতরাং যারা মুমিন হতে চায় তাদের সমগ্র জীবন একমাত্র আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত করতে হবে। দুনিয়াবী সকল চিন্তা চেতনা ভোগ বিলাস পরিহার করে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে তার বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করতে হবে। আমাদের সকল কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) এর নিকট সাহাবীরা শপথ তথা বায়াত গ্রহণ করেছিলেন। পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের দায়িত্বশীল এর নিকট বায়াত গ্রহণ করেছেন। এই বায়াত গ্রহণের মধ্য দিয়ে একজন কর্মী নিজের জীবন সম্পদ ও সময়কে আন্দোলনের নিকট বিক্রি করেন। আমাদের এই বিক্রির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তি। আমরা বিশ্বাস করি আমাদের এই ত্যাগ কোরবানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে আমাদের দুনিয়ার জীবনের আমলনামা কে সহজ করবেন।
নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ লক্ষ কর্মী রয়েছে। কিন্তু শপথবদ্ধকর্মী খুবই সামান্য। ইসলামী আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য সোনার মানুষ প্রয়োজন প্রয়োজন। একজন মানুষকে সত্যিকার অর্থে সোনার মানুষ হওয়ার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে ইসলামের পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করতে হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কর্মীদের গড়ে তোলার জন্য এই দুটো বিষয়ের উপরে খুবই গুরুত্ব দিয়েছে। যারা জামাতের রোকন হতে চায় তাদেরকে ফাসেকী জীবন পরিত্যাগ ও এখলাসপূর্ণ নিয়ত করতে হবে।
সভাপতি বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আমাদের হায়াতে জিন্দেগী কত দিনের আমরা জানি না। তবে আমরা জানি আমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে। জিন্দেগীর গুরুত্বপূর্ণ সময় আমরা যদি আখেরাতের অনন্তকালের প্রস্তুতি গ্রহণ না করি তাহলে কেয়ামতের ময়দানে আমাদের জন্য দুর্দশা অপেক্ষা করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন তার কর্মীদের দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য কাজ করছে। দুনিয়ায় অনাবিল সুখ শান্তি ও আখেরাতের কঠিন আজাব থেকে মুক্তির জন্য শ্রমজীবী মেহনতি মানুষদের কোরআন হাদিসের জ্ঞান প্রদান ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলন করার তাগিদ আমরা প্রদান করছি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত