নিউজ ডেস্ক।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
এ কমিটিকে গোপালগঞ্জের ঘটনাবলীর ব্যাপারে সাবলীল ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আগামী দু-সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড, সহিংসতা ও প্রাণহানির জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনার কথা পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করা হয়।
এদিকে, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত