নিউজ ডেস্ক।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা গেস্টরুম কালচার, হল দখলের রাজনীতি, ব্যক্তিগত শোডাউনের রাজনীতি সব ধরনের আগের কালচার বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। এ বছরে ছাত্রলীগের এসব কালচার বিলুপ্তে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রদল।’
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ছাত্রদল কর্তৃক ‘গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, ‘কেউ বলতে পারবে না আমরা জোর করে ছাত্রদলের কর্মসূচিতে তাদের নিয়ে আসি। যারা আসে তারা স্বতঃস্ফূর্তভাবে আসে এবং যারা বিশ্বাস রাখে, আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল একক ভূমিকা রাখতে পারবে, তারাই এই কর্মসূচিতে আসে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে নোংরা স্লোগান দেওয়া হলো। কিন্তু বাংলাদেশের কোথায় মব হয়নি। তারেক রহমানের নির্দেশ ছিল ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি। তবে এগুলো যদি অব্যাহত থাকে, তবে ছাত্রদল বসে থাকবে না। যে ভাষায় জবার দিতে হয় সেই ভাষায় জবার দেওয়া হবে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত