নিউজ ডেস্ক।
কক্সবাজারে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম।
জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয়কে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয়, বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেনো স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত