নিউজ ডেস্ক।
মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদীয়া ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গত ১১ ও ১২ জুলাই দিনব্যাপী বৃক্ষরোপণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন, পাঠাগারের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক শওকত আলী, পাঠাগারের বর্তমান চেয়ারম্যান খন্দকার রায়হান উদ্দিন, পাঠাগারের অন্যতম উপদেষ্টা নাহিদুল ইসলাম, খায়রুল বশর।। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট রিদুয়ানুল হক, জনাব মাওলানা বোরহান উদ্দিন, রিদুয়ান, ফোরকান উদ্দিন, সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ধলঘাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার চারাগাছ বিতরণ করা হয়। মহুরি ঘোনা মোহম্মদীয় ইসলামিয়া আলিম মাদ্রাসা,ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোছাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন মসজিদে এ সমস্ত চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য এ সংগঠনটি ২০০০ সাল থেকে নানাবিধ সামাজিক কর্মসূচি পালন করে আসছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত