নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে আজ (১১ জুলাই) আলফালাহ একাডেমীর হলরুমে একটি মতবিনিময় সভা উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহর সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরোয়ার কামাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া-টেকনাফ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ,
সাংগঠনিক সম্পাদক,মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, সাংগঠনিক সমপাদক মাওলানা গিয়াস উদ্দীন, অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোছাইন, শাহ মুহাম্মদ জুবাইয়ের, জায়নত উল্লাহ, শিবির সভাপতি তারেকুল ইসলাম, সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, ছৈয়দ আলম, জাহেদুল ইসলাম, জাকারিয়া আলফাজ, আব্দুর রহমান হাশেমী প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা নুর আহমদ আনোয়ারী তাঁর বক্তব্যে বলেন, “মিডিয়া কর্মী হল জাতির বিবেক। আমাদের মিডিয়া কর্মীদের সৎ ও সাহসী ভূমিকা রাখতে হবে। এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে মিডিয়ার বিকল্প নেই। মিডিয়া চাইলে কোনো সৎ ব্যক্তিকে অসৎ বানাতে পারে। জামায়াতে ইসলাম অতীতে মিডিয়ার প্রচারবিমুখতার কারণে অনেক বার বিভ্রান্তির শিকার হয়েছে। ইনশাআল্লাহ, আমরা সেই সংকট কাটিয়ে উঠতে মিডিয়া কর্মীদের অগ্রণী ভূমিকা কামনা করি।”
সভা শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত