নিউজ ডেস্ক।
উখিয়ায় কামাল উদ্দিন নামে একজন ইউপি সদস্যকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর পার্শ্ববর্তী খাল থেকে ওই জনপ্রতিনিধি কামালের মরদেহ মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয়রা ও উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া উপজেলার রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন,‘একজন জনপ্রতিনিধির এরকম করুণ মৃত্যু কখনোই কাম্য নয়। কামাল হোসেন দুর্জয় জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার। কয়েকদিন আগেও আমার সঙ্গে মেসেঞ্জারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।কামাল মেম্বারের হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।মহান আল্লাহ যেন কামাল মেম্বারকে জান্নাত নসীব করেন। সেই সঙ্গে প্রত্যেকটা মানুষের নিরাপদ মৃত্যু নিশ্চিত হোক, সেটাই কাম্য।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত