নিউজ ডেস্ক।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে কার্যকর ও সচেতন ভূমিকা পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা দেশের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে বনাঞ্চল সংরক্ষণ, অবৈধ বৃক্ষনিধন প্রতিরোধ এবং পরিবেশবান্ধব চর্চা উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, গতকাল ০৪ জুলাই ২০২৫ তারিখে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিচালিত একটি সফল অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমনি (বেলজিয়াম) গাছের চারা জব্দ করা হয়েছে। এ অভিযানে সহকারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান মোর্শেদ এর নেতৃত্বে আনসার সদস্যরা একটি ডাম্পার ট্রাক( রেজিঃ নং চট্টমেট্রো-য়-৩৮১) ভর্তি ৫ হাজার চারা এবং পরবর্তীতে আরও ১০ হাজার চারা উদ্ধার করতে সক্ষম হন।
উল্লেখ্য, আকাশমনি (বেলজিয়াম) একটি বিদেশি দ্রুতবর্ধনশীল গাছ, যা স্থানীয় জীববৈচিত্র্য ও মাটির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত। তাই সরকারের পরিবেশ সংরক্ষণ নীতিমালার আলোকে এ ধরনের গাছের চারা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
আনসার বাহিনীর এই অভিযান প্রমাণ করে যে, বাহিনীর সদস্যরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সাফল্য দেশের পরিবেশবান্ধব উন্নয়ন অভিযাত্রায় আনসার-ভিডিপির সক্রিয় অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত