নিউজ ডেস্ক।
জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
পদযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই এক বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে। একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই।
তিনি বলেন, জুলাই আমাদের কাছে সেই আত্মপরিচয়ের মাস। আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে- গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত