কক্সবাজার প্রতিনিধি।
জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ জুলাই বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেছেন, পতিত আ'লীগ সরকারের সাড়ে পনেরো বছর দেশের মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছিল। সত্য ও সুন্দরের পক্ষের সকল শক্তির উপর নেমে এসেছিল জুলুম -নির্যাতন। ধর্মীয় অধিকার হয়ে পড়েছিল সংকুচিত। এহেন পরিস্থিতিতে দেশের ছাত্র সমাজ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের কে তুচ্ছ -তাচ্ছিল্য করে নিষ্ঠুর পন্থায় দমনের পথে হাটে। তরুণ ছাত্রসমাজ আ'লীগের নিষ্ঠুর দমন-পীড়ন তোয়াক্কা না করে ফ্যাসিবাদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্তির পথে হাটে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শহীদ ও আহতদের পরিপূর্ণ পুনর্বাসন করতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে 'পিআর' পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। মেধাবী, পরিচ্ছন্ন ও নির্মোহ লোকদের সংসদে পাঠাতে হলে 'পিআর' পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।
তিনি সকল শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহত, পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরী। মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত