অনলাইন ডেস্ক।
আফ্রিকান অন্যতম সংগঠন 'ইসলামিক ফোরাম অব আফ্রিকা' কেন্দ্রীয় শিক্ষা শিবির (কর্মী, সদস্য ও মহিলা বিভাগ) অত্যন্ত সুন্দর ও সফলভাবে ভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৯,২০,২১ ও ২২জুন জোহানেসবার্গ সিটির অকল্যান্ডপার্কের বায়তুল ইসলাম মিলনায়তনে উক্ত 'শিক্ষা শিবির' অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ইব্রাহীম আহমেদের ব্যবস্থাপনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট রাজনীতিবিদ এটিএম আজহারুল ইসলাম।
দারসুল হাদীস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এটিএম মাসুম ও মাওলানা আব্দুল হালিম।
চার দিনের এই শিক্ষা শিবিরে কর্মী, সদস্য ও মহিলা বিভাগের আলাদা আলাদা প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক জনাব মুহাম্মদ শাহজাহান। শিক্ষাশিবিরে আলোচকবৃন্দ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন ।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে আলোচনা পেশ করেন ফোরামের কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সহসভাপতি মো. মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও সহকারী সেক্রেটারি আবুল কাশেম।
সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য মো. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, মু. বনীয়ামীন, মো. শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত