নিউজ ডেস্ক।
গণমাধ্যমের ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার নাৎসী কায়দায় তাদের অনুগত চারটি সংবাদপত্র ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেয়। এই পদক্ষেপ বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মীকে বেকার করে হতাশার অতল গহ্বরে ঠেলে দেয়।
বেকার হয়ে পড়ে হাজার হাজার সাংবাদিক। মিডিয়া শিল্পে বিনিয়োগকারীরা হয়ে পড়ে দেউলিয়া। জনগণ বঞ্চিত হয় সত্য খবর থেকে। সংবাদপত্র না থাকায় লুটেরা গোষ্ঠী আনন্দে মেতে ওঠে। বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে এমন কলঙ্কময় দিন আর আসেনি।
এ কারণে ১৯৭৬ সাল থেকে সাংবাদিক সমাজ এ দিনটিকে সংবাদপত্রে কালো দিবস হিসেবে পালন করে আসছে। পরে ১৯৭৮ সালে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক কাউন্সিলে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ দিনটিকে কালো দিবস ঘোষণা করা হয়।এক সময় সব মতপথের সাংবাদিকরা দিবসটি পালন করলেও বিগত কয়েক বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী সাংবাদিকরা আর এ দিবসটি পালন করেনি। তবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বরাবরই দিবসটি পালন করে আসছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত