মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজারের ধলঘাটা ইউনিয়নে নানা উন্নয়ন প্রকল্প চলমান। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক অঞ্চল-৩ (বেজা), সিপিপি গ্যাস লাইন, ধলঘাটা-মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রভৃতি রয়েছে। তবে সংস্কার হয়নি ধলঘাটার প্রধান সড়কটি। সড়ক পথে জেলা বা চট্টগ্রামে যাওয়ার একমাত্র প্রধান সড়ক এটি।
সরেজমিনে দেখা গেছে, ধলঘাটার এ প্রধান সড়কটি ছোট ছোট গর্তে ভরা। বিশেষ করে মহুরি ঘোনা বাজার থেকে সুতুরিযা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারজুড়ে কোনো ইট সলিং হয় নেই। উত্তর সুতুরিয়া-সাপমারার ডেইল ইট সলিং হলেও গর্তে ভরা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় জরুরি প্রয়োজনে জেলা বা চট্টগ্রামে যোগাযোগ করতে নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বর্ষাকালে প্রধান সড়ক নদী নালায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ধলঘাটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তাগুলো পাকাকরণ হয়নি। যানবাহন আসতে চায় না এ সড়কে। ৩৫ বছরে রাস্তায় ইট সলিং না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যে ধলঘাটবাসীর স্লোগানে পরিণত হয়েছে আমরা সাহায্য চাই না, রাস্তা পাকাকরণ চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দার দাবি এ পর্যন্ত ধলঘাটায় যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কেউ ধলঘাটার উন্নয়নে কাজ করেনি। সবাই নিজ নিজ পকেট ভারি করেছে।
ধলঘাটাবাসীর দূর্ভোগ লাঘবে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে সু-দৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত